পানিতে ফসলি জমি প্লাবিত, কৃষকদের মাঝে শঙ্কা
লালমোহন (ভোলা) প্রতিনিধি: বর্ষায় ভোলার লালমোহনের ২৩ হাজার ৫৫০ হেক্টর জমির রোপা আমনের চারা তলিয়ে গেছে পানির নিচে। এতে করে ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মাঝে। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রোপা আমনের মাঠ পানিতে থৈ-থৈ করছে। পানির নিচে তলিয়ে গেছে ধানের চারা।
আবার পানির জন্য অনেক কৃষক জমিতে ধানের চারা রোপন করতে পারছেন না কৃষকরা। বিগত প্রায় পাঁচ দিনের টানা বৃষ্টিতে এসব জমি পানিতে প্লাবিত হয়। উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার কৃষক মো. নূরে আলম, ছায়েদুল হক ও ইব্রাহিম খলিল জানান, জমিতে লাগানো আমন ধানের চারা পানিতে তলিয়ে গেছে।
অতিরিক্ত পানি থাকায় আরও কিছু জমিতে ধান লাগানো সম্ভব হচ্ছে না। শিগগিরই যদি জমির পানি না কমে বা আরও বৃষ্টি হয় তাহলে এ বছর ধানের আবাদ একেবারেই বিফলে যাবে। ব্যাপক ক্ষতি হবে আমাদের মত অনেক কৃষকের।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রব মোল্লা বলেন, উপজেলায় আবাদি জমি রয়েছে ২৪ হাজার ২২ হেক্টর। যার মধ্যে ২৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন আবাদ করা হচ্ছে। এ বছর গত কয়েকদিনের বৃষ্টিতে অধিকাংশ জমিই পানিতে প্লাবিত হয়েছে। তবে এ নিয়ে কৃষকদের দুশ্চিন্তার কিছু নেই। পানি কমে গেলে রোপিত ধানের চারার কোনো ক্ষতি হবে না।
বিভাগের খবর, ভোলা