পান চুরির বিচার চাওয়ায় চাচিকে কোপালেন ভাতিজা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজারের মহেশখালীতে চাচার পানের বরজ থেকে পান চুরির ঘটনায় বিচার চাওয়ায় চাচি ও ভাইকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপালেন ভাতিজা। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব কাঠালতলী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বর্তমানে মা ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আহত চাচির নাম হাসিনা বেগম (৩৮) এবং তার ছেলে মোফাচ্ছেল (১১)। ভাতিজা রিদোয়ানকে (২৪) পাশের ইউনিয়নের ফকিরা ঘোনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসী ও আহত হাসিনা বেগমের স্বামী মোজাফফর আহমদ জানান, ‘গত চার মাস আগে আমার ভাতিজা অন্যান্য সহযোগী নিয়ে আমার পানের বরজ থেকে পান চুরি করে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার মো. আনোয়ারের কাছে বিচার দেই আমি।
এ ঘটনায় আমার ভাতিজা ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আমাকে, আমার স্ত্রী ও ছেলে হত্যা করার ঘোষণা দেন।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমি আত্মরক্ষার্থে আমার স্ত্রীকে সতর্ক থাকার কথা বলার সময় রিদওয়ান অতর্কিত হামলা চালিয়ে আমার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় সে আমার ছেলেকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।’
এলাকাবাসী জানিয়েছে, রিদোয়ান ইতোমধ্যে মানসিকভাবে বিকারগ্রস্ত। তার ভয়ে পুরো গ্রামবাসি আতঙ্কিত রয়েছে। ইউপি মেম্বার আনোয়ার বলেন, রিদোয়ান তার দলবল নিয়ে এলাকায় চুরি ডাকাতি করে। পান চুরির বিষয়ে তাকে বিচার দিলেও রিদোয়ান বিচারে আসেনি।
সে প্রকাশ্যে ৪/৫ জনকে খুন করার ঘোষণা দিয়ে হামলা চালিয়েছে। গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আজ বিকেলে বড় মহেশখালী থেকে রিদওয়ানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা করেছে পরিবার।
দেশের খবর