পাবনার ভাঙ্গুরা থেকে কলাপাড়ায় চকলেট বিক্রি করতে এসে মো. খালিদ হাসান (৪০) নামের এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে খেপুপাড়া আবাসিক হোটেলে আসার পরই তিনি অসুস্থ হয়ে পড়লে মৃত্যুর কোলে ঢলে পড়েন। খালিদ হাসানের বাড়ি পাবনা জেলার কলেজপাড়া পৌরসভার ভাঙ্গুরায়।
মৃতের সঙ্গে থাকা অপর ব্যবসায়ী মো. সোহেল (৩০), মো. কবিরুল (৩৫) বলেন, “পাবনার ভাঙ্গুরা থেকে আমরা তিনজন চকলেট পাইকারি ব্যবসার জন্য কলাপাড়ায় আজ সকালে আসি। আমরা থাকার জন্য খেপুপাড়া বোর্ডিংয়ে উঠে ১০৫ রুমে মালামাল রাখি। এ সময় আমার ফুফাতো ভাই খালিদ হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে কলাপাড়া হাসপতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খালিদ হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
খেপুপাড়া বোর্ডিংয়ের ব্যবস্থাপক আহসান হাবিব জানান, বুধবার সকালে পাবনা থেকে ব্যবসার জন্য তারা তিনজন আসেন। বোর্ডিংয়ে থাকার জন্য ১০৫ নম্বর কক্ষে মালামাল রেখে রেজিস্ট্রি খাতায় নাম ঠিকানা ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি। সেই মুহূর্তে শুনি খালিদ হাসান অসুস্থ হয়ে পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, “ব্যবসা করতে আসা খালিদ হাসানের মৃত্যু নিয়ে চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তবে মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর তাদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তখন সিদ্ধান্ত হবে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে- নাকি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”