৩ ঘণ্টা আগের আপডেট রাত ১১:২১ ; বুধবার ; আগস্ট ১৭, ২০২২
EN Download App
Youtube google+ twitter facebook
×

পার্বত্য শান্তিচুক্তির ২০ বছর পূর্তিতে বরিশাল আ’লীগের উচ্ছ্বাস

বরিশাল টাইমস রিপোর্ট
১২:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৭

পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি ব্যাপক আয়োজনে পালন করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরীতে বিশাল আনন্দ র‌্যালি বের করা হয়। বর্ণাঢ্য র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয় পতাকা হাতে র‌্যালির নেতৃত্ব দেন শান্তি চুক্তির প্রণেতা হাসানাত আবদুল্লাহ এমপির বড় ছেলে মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এক বিশাল হাতি এবং ২টি ঘোড়াসহ একটি ঘোড়ার গাড়ি, বিভিন্ন ধরনের ডিসপ্লে ছিল র‌্যালির অন্যতম আকর্ষণ। র‌্যালি এবং সমাবেশে বরিশাল মহানগরী এবং জেলার ১০ উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এর আগে শহরের ফজলুল হক এভিনিউ সিটি কর্পোরেশন ভবনের সামনে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল সমাবেশে অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি এবং মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। সমাবেশে সাদা পায়রা এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে শান্তিচুক্তির ২০ বছর উদযাপন করা হয়।

সমাবেশে শান্তিচুক্তির প্রণেতা আবুল হাসানাত আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন।

১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্র পরিচালনায় ছিলেন তখন পার্বত্য অঞ্চল ছিল অশান্ত। অশান্ত পাহাড়ি এলাকায় শান্তি ফেরাতে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পাহাড়ি আদিবাসীদের সংগঠন জনসংহতি সমিতির সঙ্গে চুক্তি করে তৎকালীন সরকার।

ওই চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জাতীয় সংসদের তৎকালীন চিফ হুইপ বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ।

বরিশালের খবর

 

আপনার মতামত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  ভিডিও ফুটেজ দেখে আগ্রাসী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: বরিশাল ডিআইজি  বাউফলে চাঁদার দাবিতে সিনেমা হল দখলে রাখার অভিযোগ  বরিশাল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ  কুয়াকাটায় খাবার হোটেল রেস্তোরাঁ মালিকদের ধর্মঘট: পর্যটকদের দুর্ভোগ  লালমোহনে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়  বরগুনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কোপাল ছাত্রলীগ নেতাকর্মীরা  সরকার জঙ্গীবাদ ও তাদের সকল কার্যক্রম সমূলে উৎখাত করেছেন: এমপি শাওন  বরগুনার সেই এএসপিকে চট্টগ্রামে বদলি: আরও ৫ পুলিশ সদস্য ক্লোজড  বরগুনা ছাত্রলীগের নতুন কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা  বাউফলে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ইউপি সদস্যকে জরিমানা