বার্তা পরিবেশক, অনলাইন:: লক্ষ্মীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় যাত্রীবাহী পিকআপভ্যান খাদে পড়ে ৩ ঢালাই মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় অপরযাত্রী মারাত্মক আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টুমচর গ্রামের রফিক উল্যাহ (৫৫), সমশেরাবাদ গ্রামের মফিজ উল্যাহ (৫০) ও আবিরনগর গ্রামের নুরুল আমিনের ছেলে খোরশেদ আলম (৩৫)। সদর থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে লক্ষ্মীপুরের উত্তর তেমুহনি থেকে যাত্রীবাহী পিকআপযোগে ঢালাইয়ের উদ্দেশ্যে বের হয় মিস্ত্রিরা। পথে ঢাকা-রায়পুর মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৩ ঢালাই মিস্ত্রির মৃত্যু হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান মিয়া মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।