সাইদুল ইসলাম, মাহাদী হাসান:: অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজসহ কর্মদক্ষতার স্বীকৃতি স্বরুপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পেলেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রহমান মুকুল।
আজ রবিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন কাজে অবদান রাখা পুলিশ সদস্যদের মাঝে পদক তুলে দেন সরকার প্রধান।
একজন চৌকস কর্মকর্তা হিসেবে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ এই প্রাপ্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানসহ অন্যান্য কর্মকর্তারা আব্দুর রহমান মুকুলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বরিশালের খবর, বিভাগের খবর