পিরোজপুরের ‘জিয়ানগর’ উপজেলার নাম বদলে আগের নামে ‘ইন্দুরকানী’ ফিরিয়েছে সরকার। গত ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর এক সভায় পিরোজপুরের সপ্তম উপজেলা জিয়ানগরের নাম পরিবর্তন করে পূর্বের ইন্দুরকানীর নামে নামকরণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সভা শেষে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছিলেন।
চলতি বছরের গত ৯ জানুয়ারির নিকার কমিটির বৈঠকের ১ মাসের মাথায় ৮ ডিসেম্বর পিরোজপুরের ‘জিয়ানগর’ উপজেলার নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানী’ নামে নামকরণে (উপজেলা-১ শাখা)-এর প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আদেশ উপজেলা পরিষদ কার্যালয়ে এসে পৌঁছায়। দীর্ঘ ১৪ বছর পর জিয়ানগর উপজেলার নাম পরিবর্তনে করে ইন্দুরকানী নামে গেজেট প্রকাশ করা হলো।
সম্প্রতি গত ৯ জানুয়ারির নিকার কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম এক প্রেসব্রিফিংয়ে নাম পরিবর্তনের কারণ উল্লেখ জানিয়েছিলেন, মূল থানা তার নাম ইন্দুরকানী ও উপজেলার নাম ছিল জিয়ানগর। একই জায়গায় থানা ও উপজেলার নাম দুটো পৃথক হওয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। আর এই বিভ্রান্তি দূর করতেই থানা ও উপজেলার নাম একই করে ইন্দুরকানী করার সিদ্ধান্ত নেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব আরো জানিয়েছিলেন, ২০০২ সালের ১৭ এপ্রিলে জিয়ানগর উপজেলা সৃষ্টি করা হয়েছিল। এখন শুধু ইন্দুরকানী থাকবে। এখন জনগণ পুরনো নামে ফেরত যেতে চাচ্ছে, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এ প্রস্তাবটি এসেছে।
তবে নাম পরিবর্তনের গেজেট প্রকাশ হওয়ায় বিএনপি-জামায়াত অনুসারীরা নাখোশ হলেও খুশি সরকার সমর্থক দলের লোকজন।
এ বিষয়ে তৎকালীন জিয়ানগর ও বর্তমান ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী জানিয়েছিলেন, আমি বলব এখানে জনমতের প্রতিফলন হয়নি। তবে সরকারি সিদ্ধান্ত মেনে না নেয়ার তো সুযোগ নেই। তবে আমাদের উন্নয়ন কাজ যাতে ব্যাহত, বাধাগ্রস্ত না হয়- অন্যান্য উপজেলার মতো এ উপজেলায়ও সরকারি বরাদ্দ দেন এবং এ উপজেলার সাথে যেন বিমাতাসুলভ আচরণ না করেন এটাই কাম্য।
তিনি আরো বলেছিলেন, বর্তমান উপজেলা পরিষদের কোন সভা থেকে এ উপজেলার নাম পরিবর্তনের জন্য সরকারকে কোন অনুরোধ জানানো হয়নি। পূর্বের কোন পরিষদ নামকরণের জন্য সরকারকে অনুরোধ জানিয়ে ছিলেন কিনা আমার জানা নেই।
এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হুদা জানান, জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী উপজেলা নামকরণের গেজেট বৃহস্পতিবার হাতে পেয়েছি। এখন থেকে ইন্দুরকানী উপজেলা নামে এ উপজেলার কার্যক্রম চলবে।
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, পিরোজপুর