পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মূখে একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে স্থানীয় লাবণ্য ক্লিনিকের ম্যানেজার মো. ফারুক খান বরিশালটাইমসকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মার্কেটের মুদি দোকান দীপক স্টোরের ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তে আগুন পার্শ্ববর্তী আরও চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। আগুনে একটি মুদি, তিনটি ওষুধের দোকান, একটি ইলেকট্রিক সামগ্রীর দোকান মালামালসহ পুড়ে ছাই হয়। অগ্নিকাণ্ডের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে লাবণ্য ক্লিনিকের রোগীরা ভয়ে নিচে নেমে আসেন। এ সময় কয়েকজন রোগী আরো অসুস্থ হয়ে পড়েন। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভাণ্ডারিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা কাঞ্চন আলী মৃধা বরিশালটাইমসকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি নিরুপন করা গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
Other