পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নয় ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বেতমোড় রাজপাড়া ইউনিয়নের ঘোপখালী এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।
ঘোপখালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিপন কুমার সিকদার জানান, দুপুরে গ্রামের একটি খালে মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে অজগরটিকে দেখতে পান জেলেরা। পরে সেটিকে উদ্ধার করে ঘোপখালী প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়।
উপজেলা বন কর্মকর্তা শামসুল কবীর জানান, অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।
খবর বিজ্ঞপ্তি, পিরোজপুর