পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের বিজয় সমাবেশ চলাকালে দু’গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাতেম আলী বালিকা বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৩ জন প্রাথমিক চিকিৎসা নিলেও বাকি ১২ জনকে মঠবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- উপজেলা যুবলীগ নেতা বাবু শরীফ (৩৮), ছাত্রলীগ নেতা ইমরান বাবু (২২), নাজমুল (১৮), সাগর শরীফ (২০), শাহীন (২১), আবু হানিফ (১৮), আরিফ (২০), মজিদ (৬৫), জেলে রহমান সর্দার (৪০), নির্মাণশ্রমিক নেতা খলিল খাঁ (৩৮), কৃষক আব্দুস সালাম জমাদ্দার (৭০) এবং খলিল হাওলাদার (৫৫)।
তাদের মধ্যে আরিফের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়।
আহতরা উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান ও উপজেলা আওয়ালীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের সমর্থক বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় নেতাকর্মী ও হাসপাতাল সূত্রে জানা গেছে- বিকেল ৫টার দিকে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিনের লোকজন মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
এসময় উপজেলা চেয়ারম্যান আশরাফুরের লোকজনের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতির লোকজনের হাতাহাতি। এই ঘটনায় ক্ষুব্ধ চেয়ারম্যান লোকজন নিয়ে উপজেলা আওয়ালীগ সভাপতির লোকদের ওপরে হামলা করে। এসময় প্রতিরোধে পাল্টা পদক্ষেপ রাখলে শুরু হয় সংঘাত। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হন।
এদিকে সংঘর্ষে চলমান সমাবেশ ১৫ মিনিটের জন্য স্থগিত হয়ে যায়।
পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে পুনরায় সমাবেশ শুরু হয়।’
শিরোনামOther