পিরোজপুরে আড়াই মণ ওজনের শাপলাপাতা মাছ, দেখতে উৎসুক জনতার ভিড়
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের ইন্দুরকানীতে আড়াই মণ ওজনের শাপলাপাতা মাছ বিক্রি হয়েছে। ছয়শ টাকা কেজি দরে মাছটি কেটে বিক্রি করা হয়।
আজ শুক্রবার সকালে মাছ বিক্রেতা শাহআলম পাড়েরহাট মৎস্য আড়ৎ থেকে মাছটি কিনে ইন্দুরকানী বাজারে আনেন। উৎসুক অনেকে মাছটি দেখার জন্য ভিড় করেন। মাছ ব্যবসায়ী শাহআলম জানান, এ বছর এর চেয়ে বড় শাপলাপাতা মাছ পাওয়া যায়নি।
পিরোজপুর, বিভাগের খবর