নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও পিরোজপুর:: পিরোজপুরের কুমারখালী এলাকায় একটি চুরি মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা করা হয়। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন। আহতরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় হামলায় আহত পুলিশ সদস্যরা হলো- সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত হোসেন সানি, এসআই মাহামুদুল হাসান, এসআই মো. খাইরুল হোসেন, এএসআই সাইফুল ইসলাম, পুলিশ সদস্য মো. মারুফ হাওলাদার। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করে।
পিরোজপুরের সহকারী পুলিশ সুপার মোল্লা আজাদ সাংবাদিকদের জানান, রোববার রাত ১২.৩০ এর দিকে পিরোজপুর সদর থানার একটি চুরির মামলার আসামি ধরতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
৫ জনের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে ছেড়ে দেওয়া হয়।’
লিড নিউজপিরোজপুর