পিরোজপুরে ১২৩০ পিস ইয়াবাসহ নেছার উদ্দিন শেখ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পৌর শহরের শেখপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নেছার পিরোজপুর পৌর শহরের শেখপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।পিরোজপুর সদর থানার এসআই বিকাশ চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালিয়ে শেখপাড়া এলাকার বাসা থেকে ইয়াবাসহ নেছারকে আটক করা হয়।
এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ১২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
খবর বিজ্ঞপ্তি, পিরোজপুর