পিরোজপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের মাদক বিরোধী অভিযানে ১৫০ পিচ ইয়াবাসহ লিটন হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা।শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলার নাজিরপুর উপজেলার পশ্চিম চরবানীয়ারী (এলাকার) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে মোঃ লিটন হাওলাদার (৩৪)’কে আটক করা হয়। আটককৃত লিটন হাওলাদার উপজেলার পশ্চিম চরবানীয়ারী ৯ নং ওয়ার্ডের মোঃ মজিবর হাওলাদারের ছেলে।
পিরোজপুর গোয়েন্দা (উত্তর) শাখা জানায়, পুলিশ সুপার মোহান্মদ সাইদুর রহমানের নির্দেশে চলমান মাদক উদ্ধার অভিযানে গোয়েন্দা টিমের এস আই দেলোয়ার হোসাইন জসিমের নেতৃত্বে এস আই আল মামুন হোসেন, এস আই শাহী আল নওসাদ এবং ফোর্সসহ অভিযান চালিয়ে ১৫০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লিটনকে আটক করা হয়। এ বিষয় নাজিরপুর থানায় একটি মাদক মামলা হয়েছে।
পিরোজপুর, বিভাগের খবর