বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:৫১ অপরাহ্ণ, ২৪ অক্টোবর ২০১৬
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা ট্যাবলেট বিক্রির দায়ে মো. বশির আকন (২৮) ও মো. মামুন ফরাজী (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ‘র্যাব’-৮ এর একটি টিম। এসময় তাদের কাছ থেকে মোট ৫শত ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার সন্ধ্যায় উপজেলার মিরুখালীর হারজি নলবুনিয়া গ্রামের মাছখোলা নামক স্থানে ইয়াবা বিক্রির সময় তাদের আটক করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।
গোপন সংবাদের ভিত্তিতে রোবার সন্ধায় উপজেলার মিরুখালীর হারজি নলবুনিয়া গ্রামের মাছখোলা নামক স্থানে ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে।
আটক বশির আকন বাগেরহাট জেলার রায়েন্দা শরণখোলার উত্তর কদমতলা গ্রামের মৃত আলী হোসেন আকন ছেলে ও মো. মামুন ফরাজী মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী গ্রামের মো. মোস্তফা ফরাজীর ছেলে বলে জানান।
গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানান, তারা ইয়াবা সংগ্রহ করে পিরোজপুরের মঠবাড়িয়াসহ বিভিন্ন থানায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছেন।
সোমবার মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।