বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০১:৪৮ অপরাহ্ণ, ১৯ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগের একদফা দাবিতে পতাকা মিছিল ও এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন পিরোজপুর জেলা হাসপাতালের নার্সরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় পিরোজপুর জেলা হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে এই পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউটের সব নার্সিং কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা পতাকা মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় আন্দোলনরত নার্সরা তাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতির ঘোষণা দেন।
নার্সিং ইনস্টিটিউট পিরোজপুরের শিক্ষার্থী তৈমুর রহমান রাজ্জাক বলেন, বিজিএনএম এর আওতায় সব পরিচালক, মহাপরিচালক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আসন সম্মূহতে নন নার্স ও প্রশাসনিক ক্যাডারদের অপসারণ করে ওই আসনগুলোতে আমাদের নার্সদের পক্ষ থেকে যারা মেধাবী, যোগ্য, মাস্টার্স ও পিএইচডিধারী তাদের দেওয়ার দাবিতে আজকের এই পতাকা মিছিল। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতিতে থাকবো।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের পেশাকে নিয়ে কটূক্তি করেন।
যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদানকে ‘ভুল’ বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর থেকে নার্সদের আন্দোলন শুরু হয়।