নিহত সিদ্দিকুর রহমানের সহকর্মী মানিক জানান, তারা দুজনে একত্রে গাছকাটার কাজ করেন। বুধবারেও তারা কাজ করেছেন। বৃহস্পতিবার সকালে কাজে যাওয়ার জন্য মানিক নিহত সিদ্দিকুর রহমানকে ডাকতে তার বাড়িতে যান। সিদ্দিকের বসতঘরের সামনের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে ঘরের মাঝখানের কক্ষে মাথায় রক্তাক্ত অবস্থায় সিদ্দিকের লাশ দেখে চিৎকার দেয়। এ সময় আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।
ওসি একেএম সুলতান মাহমুদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
পিরোজপুর