৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

পিরোজপুরে এবার যুবককে কুপিয়ে রক্তাক্ত করেছে পুলিশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০০ পূর্বাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছুটিতে থাকা এক পুলিশ কনস্টেবল ও তার তিন সহোদর মিলে রানা তালুকদার (২৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে। গত শুক্রবার বিকেলে মঠবাড়িয়া উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রানাকে উদ্ধার করে ওইদিন সন্ধ্যায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহতের স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে- উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের ইয়াছিন হোসেন টুকু তালুকদারের সঙ্গে একই প্রতিবেশি আবুল বাশার তালুকদারের জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। শুক্রবার বিকেলে আবুল বাশারের ছেলে রানা বাজার থেকে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা স্থানীয় ইয়াসিন তালুকদারের ছেলে ছুটিতে থাকা পুলিশ কনস্টেবল রুবেল, তার সহোদর সোহেল ও সেলায়মান তালুকদার রানার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এতে রানা গুরুতর আহত হন।

আহত রানা তালুকদারের মা মর্জিনা বেগম বরিশালটাইমসকে জানিয়েছেন- গত ইউপি নির্বাচনের বিরোধিতার জের ধরে দীর্ঘদিন থেকে আমার ছেলেকে (রানা) পুলিশ কনস্টেবল রুবেলসহ তার সহযোগী সন্ত্রাসীরা কয়েকদফা হামলার চেষ্টা করছিল।

ধানীসাফা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ তালুকদার বরিশালটাইমসকে জানান- গত নির্বাচনে তার পক্ষে কাজ করায় প্রতিপক্ষরা রানার ওপর ক্ষুদ্ধ ছিল। এ কারণে জমি নিয়ে বিরোধের সূত্র ধরে রুবেল ও তার ভাইয়েরা মিলে রানার ওপর হামলা করে আহত করেছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বরিশালটাইমসকে জানান- এ বিষয়ে রানার মা লিখিত অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বরিশালটাইমসকে বলেন- আহত রানা তালুকদারের কপালে ও মাথার পেছনে কোপের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আহতের স্ত্রী সোনিয়া বেগম একটি অভিযোগ দিয়েছেন। কিন্তু বিষয়টি পারিবারিক।

এ বিষয়ে সোনিয়া বেগমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।

এর আগে জেলা সদরে মাদক বিক্রেতাদের হামলায় গোয়েন্দা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার এক অফিসার আহত হয়েছিলেন।

25 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন