বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৯:১৭ অপরাহ্ণ, ০৭ জুন ২০২৩
পিরোজপুরে ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পৌর আওয়ামীলীগ। বুধবার বিকালে পৌর আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পিরোজপুর ১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম এ আউয়াল। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ^াস, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তফা কামাল, জিয়াউল আহসান গাজী।
এসময় পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদুল্লাহ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাইনসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। পিরোজপুর।