পিরোজপুরে কিশোরকে গলা কেটে হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক কিশোরকে হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে পিরোজপুর অতিরিক্ত দায়রা জজ এস এম নূরুর ইসলাম এই আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. জহুরুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণ কলরোন গ্রামের মো. ফজলুল হকের ছেলে আবুল কালাম কালু (৩৩) এবং মো. হারুণ (৩৫)। রায় ঘোষণার সময় হারুণ পলাতক ছিলেন। মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মো. হালিমের ছেলে রফিকুল ইসলাম (১৩) মা সেলিনা বেগমের সঙ্গে ইন্দুরকানী উপজেলায় তার মামা মোদাচ্ছের আলী হাওলাদারের বাড়িতে বসবাস করত।
২০০৬ সালের ৮ মার্চ পূর্ব শত্রুতার জেরে আসামিরা রফিকুলকে বাড়ির কাছে একটি খালের পাড়ে গলা কেটে হত্যা করে। ওই দিনই মোদাচ্ছের আলী হাওলাদার বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত কর্মকর্তা ২০০৬ সালের ৫ অক্টোবর পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
মামলায় মোট ১৭ জন সাক্ষ্য দিয়েছেন। আইনজীবী বলেন, রায়ে তিনজনকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পিরোজপুর, বিভাগের খবর