পিরোজপুরের নাজিরপুরে গাছের সাথে বেঁধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অপূর্ব ওরফে পাবেল (১৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পাবেল উপজেলার মালিখালী ইউনিয়নের পূর্ব সাচীয়া গ্রামের প্রফুল্লের পুত্র।
এ ঘটনায় নির্যাতিতার পিতা বাদী হয়ে বুধবার রাতে নাজিরপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, যুবক পাবেল ঘটনার দিন বিকাল পৌনে ৩ টার দিকে শিশুটির বাড়িতে টিভি দেখতে যায়।
এ সময় তার মা বাড়িতে না থাকার সুযোগে কিছু সময় পর তাকে ডেকে নিয়ে পাবেল তার পিতার প্রফুল্লের মাছের ঘেরের পাড়ে বাগানে নিয়ে একটি সুপারি গাছের সাথে রশি দিয়ে বেঁধে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।
এই সময় শিশুটির মা বাড়িতে এসে শিশুটিকে না পেয়ে তার পিতাকে ফোন দিয়ে বাড়িতে আনেন। তারা খোঁজ করে পরে ওই প্রফুল্লের বাগানে কান্নার শব্দ পেয়ে সেখানে গিয়ে মেয়েকে সুপারি গাছে বাঁধা এবং পাবেলকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেন।
সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বরিশালটাইমসকে জানান, অভিযুক্ত পাবেল এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার তাকে উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের চাঁদকাঠী খেয়াঘাট থেকে স্থানীয়দের সহায়তায় থানা পুলিশ গ্রেফতার করে।”
শিরোনামপিরোজপুর