পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. মঈনুদ্দীনকে কুপিয়ে জখম করেছে ‘মাদক বিক্রেতারা’। বুধবার রাতে সদর উপজেলার ধূপপাশা এলাকায় এ ঘটনা ঘটে। আহত এএসআইকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান বরিশালটাইমসকে বলেন, রাতে ধূপপাশায় মাদকবিরোধী অভিযানের সময় একদল মাদক ব্যবসায়ী এএসআই মঈনুদ্দীনকে কুপিয়ে পালিয়ে যায়। হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।
পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসক মো. ইসতিয়াক আহম্মেদ বরিশালটাইমসকে জানান- মঈনুদ্দীনের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এই ঘটনায় হামলাকারীকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, পিরোজপুর