পিরোজপুরের ছাত্রদল নেতা ও বদিউজ্জামান শেখ রুবেলকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার হয়েছে। পিরোজপুর জেলা দলীয় কার্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল ঢাকাটাইমসকে জানান, কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, ঠিক বলতে পারব না।
তবে শুনেছি, ২০০৫ সালের একটি মামলায় তার নামে চার্জসিট হয়েছে। এটাও অনুমান নির্ভর।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান জানান, গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তা জানাতে অপারগতা প্রকাশ করেন।
খবর বিজ্ঞপ্তি, পিরোজপুর