পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারুফ হাসানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শহরের পোস্ট অফিস রোডস্থ বিএনপির জেলা কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বিএনপি দাবি করছে।
মারুফকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ওসি এসএম মাসুমুর রহমান বিশ্বাস বলেন সে সদর থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার পলাতক আসামি।
তার বিরুদ্ধে আরো ৬ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পিরোজপুর