পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন হাতুড়িপেটা করে গুরুতর আহত করেছে এনামুর রহমান মনির নামের এক ছাত্রলীগ নেতাকে। আজ শনিবার সকালে উপজেলার টিকিকটা ইউনিয়নের বাইশকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মনির টিকিকাটা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও সূর্যমনি গ্রামের মো. আনসার আলীর ছেলে।
আহত মনির জানান, আজ শনিবার সকালে চাচা মনসুর আলীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ইট কেনার জন্য পার্শ্ববর্তী বামনা উপজেলার উদ্দেশে রওনা হন এনামুর রহমান মনির। তিনি বাইশকুড়া নামক স্থানে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ইসমাইল মেম্বার, তার সহযোগী শামীম, রাসেলসহ ৭-৮ জনের একটি দল মোটরসাইকেলের গতিরোধ করে তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। তারা মনিরকে রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
আহত অবস্থায় মনিরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজে (শেবাচিম) স্থানান্তর করা হয়। মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”