৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

পিরোজপুরে ছেলের হাতে বাবা খুন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫০ অপরাহ্ণ, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বড় ছেলের লাঠির আঘাতে বাবা জগদীশ বাওয়ালী (৬৫) মারা গেছেন। মঙ্গলবার (৭ ফেব্র“য়ারি) সকালে উপজেলার চর বানিয়ারী ইউনিয়নের বাওয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। জগদীশ বাওয়ালীর বাড়ি চিতলমারী উপজেলার বাওয়ালী গ্রামের বাসিন্দা। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জগদীশ বাওয়ালীর দুই ছেলে জয়দেব ও ছোট ছেলে কার্তিকের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে দুই ছেলের মধ্যে মারামারি হয়।

 

এসময় জগদীশ বাওয়ালী তাদের ঠেকাতে গেলে বড় ছেলে জয়দেবের লাঠির আঘাতে তিনি ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে দুপুরে পুলিশ জগদীশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। চিতলমারী উপজেলার চর বানিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল জানান, এ ঘটনায় জগদীশের ছোট ছেলে কার্তিকসহ চারজন আহত হয়েছে।

 

ঘটনার পর জয়দেব পলাতক রয়েছে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, এ ঘটনায় জয়দেবের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

25 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন