পিরোজপুরে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন জেলা পরিষদ প্রশাসক
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মেয়াদপূর্তিতে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ মহিউদ্দিন মহারাজ।
আজ শনিবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ার হরিণপালায় জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পিরোজপুরের ৭টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জেপি- মঞ্জু) চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।
এ সময় তারা জানান, মহিউদ্দিন মহারাজ জেলা পরিষদকে সাধারণ মানুষের কাছে নতুনভাবে পরিচিত করিয়েছেন। জেলা পরিষদের মাধ্যমে তিনি পিরোজপুরে অভাবনীয় উন্নয়ন করেছেন।
তাই আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে মহিউদ্দিন মহারাজকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। নির্বাচন কমিশন থেকে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।
৭টি উপজেলা নিয়ে গঠিত দক্ষিণের অন্যতম জেলা পিরোজপুর। যেখানে জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৭৪৭ জন। এরমধ্যে ৭০৪ জন ভোটারই জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজের পক্ষে স্বাক্ষর দিয়ে লিখিতভাবে সমর্থন জানিয়েছেন। এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাক্ষর সম্বলিত একটি বই পাঠিয়েছেন ।
পিরোজপুর, বিভাগের খবর