পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত বাদশা মিয়া (৪৫) নিহত হয়েছেন। নিহত বাদশা মিয়া উপজেলার শাখারিকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মৃত রাঙ্গা মিয়ার ছেলে । শুক্রবার (০৮ ডিসেম্বর) সকালে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানিয়েছে- জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বাদশা মিয়ার এবং হাতেম শেখের মধ্যে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে বিরোধপূর্ণ জমিতে হাতেম শেখের ছেলে ডালিম শেখ লোকজন নিয়ে চাষ করতে গেলে বাদশা মিয়া বাধা দেন।
বাধা না মানলে বাদশা মিয়া পরে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জমি চাষ করতে নিষেধ করে। পুলিশ চলে যাওয়ার পর বেলা ১১টার দিকে প্রতিপক্ষরা বাদশা মিয়াকে মারধর করে।
বিকেলে বাদশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্ত করার জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সংশ্লিষ্ট নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বরিশালটাইমসকে জানান, ঘটনার পর অভিযুক্তরা পলাতক।
পুলিশ তাদের আটকের জন্য তৎপর রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’
শিরোনামপিরোজপুর