বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:২৮ অপরাহ্ণ, ১৩ জুন ২০১৬
পিরোজপুর: মঠবাড়িয়া শহরের সবুজনগর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য আকরামুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নাজিরপুর থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতে (রবিবার) সবুজনগর এলাকায় সোনামুদ্দির বাড়ির জামে মসজিদ থেকে আকরামুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাখারীকাঠি ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন মল্লিক জানান, মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় আকরামুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বরিশালের কোতোয়ালী থানার ২০০৭ সালের একটি বোমা হামলা ও একটি রাষ্ট্রদ্রোহী মামলা বিচারাধীন রয়েছে।