১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পিরোজপুরে ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারডুবি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৮ অপরাহ্ণ, ৩০ ডিসেম্বর ২০১৬

পিরোজপুর: স্বরূপকাঠী উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ স্বরূপকাঠী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শহিদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ডুবুরিরা তার লাশ উদ্ধার করেন। এর আগে শুক্রবার সকালে একটি গাছবোঝাই ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। ওই সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও শহিদুল ইসলাম নিখোঁজ ছিলেন।

মিয়ারহাটের বাসিন্দা অ্যাডভোকেট আসাদুজ্জামান বরিশালটাইমসকে জানান, শহীদুল ইসলাম শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তার একমাত্র ছেলেকে নিয়ে বরিশাল যাওয়ার জন্য স্বরূপকাঠীর মিয়ারহাট থেকে খেয়ার ট্রলারে করে শর্ষিনা লঞ্চঘাটের দিকে যাচ্ছিলেন। একই সময় স্বরূপকাঠীর সন্ধ্যা নদী থেকে গাছ বোঝাই একটি ট্রলার মিয়ারহাট খালের মধ্যে ঢুকছিল। এ সময় যাত্রীবাহী ট্রলারটির সঙ্গে গাছবোঝাই ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।

আসাদুজ্জামান বরিশালটাইমসকে জানান, ট্রলারটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন।তারা সাঁতরে তীরে উঠতে পারলেও শহীদুল ইসলাম নদীতে ডুবে যায়।

স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, ঘন কুয়াশার কারণে ট্রলার দুটিতে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। সকাল ১২টার দিকে দমকল বিভাগের ডুবরিরা নদীতে তল্লাশি চালিয়ে শহীদুল ইসলামের লাশ উদ্ধার করেছে।

18 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন