বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:৪৯ অপরাহ্ণ, ২১ মে ২০১৬
বরিশাল: পিরোজপুর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলার নিখোঁজ রয়েছে। ট্রলারটিতে মালিক, জেলে, মাঝিসহ ১৬ জন ছিলেন।
পিরোজপুরের পাড়েরহাট মৎস্যজীবী সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তফা আকন জানান, ৭ থেকে ৮ দিন আগে পাড়েরহাটের মাছ ব্যবসায়ী মনির গাজী তার এফবি রিপা ট্রলারে ১৫ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান।
এ সময় তাদের সঙ্গে আরও তিনটি ট্রলার বঙ্গোপসাগরে যায়। মোস্তফা আকন বলেন, ঘূর্ণিঝড় রোয়ানু’র খবর পাওয়ার পর আমরা অন্য তিনটি ট্রলারের খোঁজ পেলেও শনিবার দুপুর ২টা পর্যন্ত এফবি রিপা ট্রলারটির খোঁজ পাইনি।
ট্রলারটিতে থাকা ১৩ জনের নাম জানা গেছে। এরা হলেন ট্রলার মালিক মনির গাজী ও তার ভাই ইমাম গাজী। অন্যরা হলেন আতিকুল, সহিদুল, রেজাউল, রিসান, রবিউল, বশির, আরিফুল, রিয়াজ, নিয়াজ, উজ্জল ও আদম।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ জানান, নিখোঁজ ট্রলারটির ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।