পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (২১) ও মামুন জমাদ্দার (১৯) নামে দু’জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের থানাপাড়া কাঠবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দু’জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি ঘটলে রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের থানাপাড়া কাঠবাজার এলাকার একটি চায়ের দোকানে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম পাঁচ থেকে ছয়জন বন্ধু মিলে চা পান করছিলেন।
এ সময় ১০ থেকে ১৫ জনের একদল যুবক ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। তারা কুপিয়ে দু’জনকে গুরুতর জখম করে। হামলার সময় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের পরিবারের দাবি, ২০১৫ সালের ৭ অক্টোবর আমিনুলের ভাই হোমিও চিকিৎসক মইনুল ইসলামকে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করে দুবৃত্তরা। এ ঘটনায় যুবলীগ নেতা বাবু শরীফসহ কয়েক জনের নামে মামলা দায়ের করা হয়েছিল। সেই ঘটনার জেরে ওই মামলার আসামি বাবু শরীফ তার দলবল নিয়ে এ হামলা চালায়।
এ হামলার ঘটনায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুলের বাবা মো. নজরুল ইসলাম বাদি হয়ে যুবলীগ নেতা বাবু শরীফকে প্রধান আসামী করে ১৩ জনের নামে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেছেন।
মঠবাড়িয়া থানার কর্মকর্তা (ওসি) কে. এম. তারিকুল ইসলাম হামলার সত্যতা নিশ্চিত করে বরিশালটাইমসকে বলেন, এ ঘটনায় ১৩ জনের নামে আহত আমিনুলের বাবা বাদি হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফুয়াদ হাসানকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Other