পিরোজপুরে নারীর ভাসমান লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নাজিরপুরে নদী থেকে এক নারীর (৬৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার কালিগঙ্গা নদীতে থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
থানার এসআই মো: মাঈনুল হোসেন জানান, শুক্রবার দুপুরে স্থানীয়রা উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামের সেকেন্দার শেখের বাড়ি-সংলগ্ন নদীতে ওই নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা।
পরে তারা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন। এ সময় তার পড়নে হালকা রংয়ের একটি ছায়া ছাড়া গায়ে কোনো কাপড় ছিল না। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে তিনি থেকে চার দিন আগে পানিতে পড়ে বা কোনোভাবে নিহত হন ওই নারী। পরে ভেসে এখানে এসেছে। ওই এলাকার সাবেক ইউপি সদস্য (মেম্বার) তাজুল ইসলাম খান জানান, এলাকাবাসী নদীতে ওই লাশটি ভাসতে দেখেন।
পিরোজপুর, বিভাগের খবর