পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগর উপজেলার কালাইয়া গ্রামে পানিতে ডুবে ফাহিম (০২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ফাহিম ওই গ্রামের মাসুম মাতুব্বরের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে ফাহিম বাড়ির উঠানে খেলা করতে করতে সবার অগোচরে বাড়ির পাশের একটি নালায় পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে নালায় ভাসমান অবস্থায় দেখতে পায়। এ অবস্থায় ফাহিমকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
Other, পিরোজপুর