পিরোজপুরে বালুবোঝই কার্গোর ধাক্কায় বিধ্বস্ত ব্রিজ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও পিরোজপুর:: পিরোজপুরের মঠবাড়িয়ায় বালুবোঝাই একটি কার্গোর ধাক্কায় উপজেলার সাপলেজা-আমড়াগাছিয়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজ বিধ্বস্ত হয়। এতে নৌপথের যোগাযোগ বন্ধ হওয়ার পাশাপাশি সাপলেজা-আমড়াগাছিয়া দুই ইউনিয়নের সড়কপথের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে উপজেলার সাপলেজা বাজারসংলগ্ন বলেশ্বর নদী থেকে উঠে আসা খালে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম মোল্লা বরিশালটাইমসকে জানান, বৃহস্পতিবার রাতের কোনো একসময় মেসার্স লাকী এন্টারপ্রাইজ নামে একটি বালুবোঝাই কার্গো বলেশ্বর নদী থেকে আমড়াগাছিয়া বাজারের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে সাপলেজা বাজারের উত্তর পাশে সাপলেজা-আমড়াগাছিয়া দুই ইউনিয়নের সংযোগ সেতুটির ওপর ধাক্কা দেয়।
এতে আয়রন ব্রিজটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে কার্গোটির ওপর পড়ে। ব্রিজটি দ্রুত অপসারণ করা না হলে রাতে জোয়ারের চাপে কার্গোটি ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিজটি ভেঙে যাওয়ায় ও কার্গোটি আটকেপড়ায় ওই খালে ও দুই ইউনিয়নের সড়ক যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে।
মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ জসিম বরিশালটাইমসকে বলেন, কার্গোর ধাক্কায় আয়রন ব্রিজটি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
পিরোজপুর, বিভাগের খবর