বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৬:১২ অপরাহ্ণ, ০২ অক্টোবর ২০২৪
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন,বুধবার সকাল ১১ ঘটিকায়,র্যাব-৮ (বরিশাল) সিও আরাফাত ইসলাম। এ সময় পিরোজপুর সদরে আখড়া বাড়ি মন্দিরে প্রাঙ্গণে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, আমরা আশা করি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আমরা অত্যন্ত আনন্দপূর্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় উজ্জীবিত হয়ে এবার দুর্গা উৎসব সুন্দর ভাবে সম্পন্ন হবে।
পূজা মন্ডপ পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন র্যাব-৮ পিরোজপুর জেলা কমান্ডার মোঃ মাসুদুর রহমান মনির, জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।