৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

পিরোজপুরে বিষক্রিয়ায় ২ শ্রমিকের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০০ অপরাহ্ণ, ১৩ আগস্ট ২০১৬

পিরোজপুর: শহরের কুমারখালী এলাকায় শনিবার সকালে একটি বাড়ির নির্মাণাধীন পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

তারা হলেন— পিরোজপুর পৌরশহরের কুমারখালী গ্রামের মো. আলমের ছেলে মো. শামীম (২৭) ও কাউখালী উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল আলিম (৩০)।

পিরোজপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোল্লা সেকান্দার আলী জানান, সকালে পিরোজপুর শহরের কুমারখালী এলাকার নাসির উদ্দিনের বাড়ির পানির ট্যাংক পরিষ্কার করার সময় দুই শ্রমিক বিষক্রিয়ায় অচেতন হয়ে ট্যাংকের মধ্যে পড়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ননী গোপাল রায় জানান, বিষক্রিয়ায় দুই শ্রমিক মারা যান। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

22 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন