পিরোজপুরের ইন্দুরকানীতে একটি মুরগির খামারে বন বিড়ালের আক্রমণে ৬ শতাধিক মুরগির বাচ্চার মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে একটি বন বিড়াল আক্রমণ চালিয়ে মুরগীর বাচ্চাগুলো হত্যা করে।
খামারের মালিক মো. মহিদুজ্জামান বরিশালটাইমসকে জানান- গত রাতে তার মুরগির খামারে একটি বন বিড়াল আক্রমণ চালায়। বিড়ালটি এলোপাতারি মুরগির বাচ্চাগুলোকে কামড়ালে ৬ শতাধিক মুরগীর বাচ্চা মারা যায়। বাচ্চাগুলো মারা যাওয়ায় তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় সে।
এই ফার্মে সে ১০ দিন আগে ১ হাজার মুরগির বাচ্চা উঠিয়ে ছিল। এতে দেড় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মহিদুজ্জামান।”
পিরোজপুর