১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

পিরোজপুরে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, ১০ সেপ্টেম্বর ২০২৪

পিরোজপুর প্রতিনিধি : “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল পৌঁনে দশটায় জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার মিলনায়তনে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। মেলা প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।

বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষ ও আইসিটি মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম রফিক আহম্মেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: নজরুল ইসলাম।

এসময় বক্তরা বলেন “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” স্লোগানকে সামনে বৃক্ষ দিয়ে আমাদের এ দেশকে সাজাই। বিভিন্ন ঝড় বন্যা ক্ষরা সহ প্রাকৃতিক দূর্যোগ থেকে এ বৃক্ষই আমাদের রক্ষার্থে সাহায্য করে।

তাই আসুন বেশি করে বৃক্ষ রোপন করি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি। বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলায় বনজ ফলজ ঔষধি বৃক্ষের অর্ধশত স্ট্র্রল অংশগ্রহণ করে।

81 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন