বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, ১৯ এপ্রিল ২০১৭
পিরোজপুরে নৃশংসভাবে এক ব্যক্তি কুপিয়ে হত্যার পরে খালে ফেলা দেয়া হয়েছে। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দেহের সাথে মাথা না থাকায় মরদেহটি এখনো শনাক্ত করা যায়নি।
গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার শারিকতলা-ডুমুরিতলা ইউনয়িনের হরিণা এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নৃশংসতার শিকার ওই ব্যক্তি বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এই খুনের সাথে কে বা কারা জড়িত তা নিশ্চিত হতেও পারেনি পুলিশ।
পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বরিশালটাইমসকে জানান- মঙ্গলবার সদর উপজেলার হরিণা এলাকার একটি খালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাথা বিহীন হাত-পা কাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথা বিহীন দেহ ও তার পাশ থেকে হাত ও পা উদ্ধার করে। তবে মরদেহটির মাথা পাওয়া যায়নি।
পুলিশ ধারণা করছে ৩ থেকে ৪ দিন আগে তাকে হত্যা করে শরীরের বিভিন্ন অংশ কেটে ছড়িয়ে রাখা হয়। মরদেহটির ময়নাতদন্ত শেষে অজ্ঞাত হিসেবে পিরোজপুর পৌর গোরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছে বলে জানান এসআই আল মামুন।”