পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার সারেংকাঠী ইউনিয়নের উত্তরকরফা গ্রামের একটি পুকুর থেকে একজন মানুষের মাথার খুলি ও ৭০ টি হাড়গোর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে এগুলো উদ্ধার করা হয়।
স্বরূপকাঠী থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, ‘শুক্রবার উত্তর করফা গ্রামের আ. মালেক বেপারীর পুকুরে সেচ দেওয়া হয়। সেচ শেষে বিকাল ৩ টার দিকে মাছ ধরা চলছিল সেখানে। ওই সময় বাড়ির লোকজন পুকুরে একজন মানুষের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পায়। এ সময় তারা স্থানীয় চৌকিদারকে খবর দেয়। চৌকিদার থানা পুলিশকে খবর দেয়।’
তিনি জানান, বিকেল ৪টার দিকে পুলিশ সেখানে গিয়ে মাথারখুলি ও ৭০ টি হাড়গোড় উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিদর্শক তদন্ত আরও জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, পিরোজপুর