পিরোজপুরে মেম্বরকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও পিরোজপুর:: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বর) কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার ভিটেবাড়িয়া ইউনিয়ন পরিষদের ঝোলাকাঠি গ্রামে সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পিরোজপুরের পুলিশ সুপার মো. সায়েদুর রহমান এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন।
নিহত ৪০ বছর বয়সী মামুন হাওলাদারের বাড়ি ওই গ্রামে। তিনি কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
ভিটেবাড়িয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সিদ্দিকুর রহমান বরিশালটাইমসকে বলেন, “মামুন বাড়ি থেকে বেরিয়ে ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন। পথে আযাহারিয়া মাদ্রাসার সামনের সড়কে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।”
এ ঘটনায় মিলনের বাঁ পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’
পিরোজপুর, বিভাগের খবর