শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ইন্দুরকানী বাজারের বেলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
মনোয়ারা বেগম মোড়েলগ্ঞ্জ উপজেলা পুটিখালী গ্রামের মৃত্যু আঃ সোবহান খানের স্ত্রী। তিনি কয়েকদিন আগে ইন্দুরকানী বাজারে তার মেয়ের জামাই বালু ব্যবসায়ী শহিদুল ইসলামের ভাড়া বাসায় বেড়াতে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাসার ছাঁদে চালের গুড়া শুকানোর জন্য গেলে মাথা ঘুরে নিচে সিড়ির উপর পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তার মেয়ে স্কুল শিক্ষিকা নাজমা জানান, সকালে মা’কে বাসায় রেখে আমি এবং আমার স্বামী স্কুলে যাই। বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে এসে মা’কে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।