পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় রাসেল শেখ (৩৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। সোমবার (২৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাসেল উপজেলার লাহুরি গ্রামের রাজ্জাক শেখের ছেলে। এবং স্থানীয় যুবলীগের রাজনৈতির সাথে জড়িত ছিলেন।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- গতকাল সোমবার বিকেলে যুবলীগ নেতা রাসেল পিরোজপুর শহরের বাইপাস সড়কের ভাড়াবাসা থেকে বের হয়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় ৫ থেকে ৬ জন যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে রাসেলকে কুপিয়ে জখম করে পালিয়ে যান।
এ আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে রাসেল মারা যান।
রাসেলের বাবা রাজ্জাক শেখ বরিশালটাইমসকে বলেন- রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষের লোকজন রাসেলকে কুপিয়ে হত্যা করেছে।
পিরোজপুর সদর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহাগ রানা বরিশালটাইমসকে জানান- এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আবু সাঈদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।”
শিরোনামপিরোজপুর