বরিশাল: পিরোজপুরের জিয়ানগর যুবলীগ নেতা আলী আকবর বেপারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি আহত হন। তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
রোববার সকালে উপজেলার বালিপাড় বাজার সংলগ্ন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান হিরু খানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছে- বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের বর্তমান সদস্য আলী আকবর বেপারী প্রতিদিনের ন্যায় মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বালিপাড়া বাজারে যাচ্ছিলেন।
তিনি আ’লীগ নেতা সাইদুর রহমান হিরু খানের বাড়ির সামনে আসার পর আগে থেকে ওৎপেতে থাকা বালিপাড়া গ্রামের সরোয়ার নামে এক যুবক তার ওপর হামলা চালায়। এসময় সে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আলী আকবরকে আহত করে। তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে পালিয়ে যায়।’
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। আহতের ভাই মহারাজ সাংবাদিকদের জানান, পূর্ব শত্র“তার জের ধরে এঘটনা ঘটতে পারে।
আহত আলী আকবর বেপারী জানিয়েছেন- আমি দুটি কাউন্টার (ফাল্গুনি ও বেপারী) পরিচালনা করি। বাড়ি থেকে বালিপাড়া যাওয়ার সময় কোনো কিছু বুঝে উঠার আগেই পথরোধ করে সরোয়ার শেখ আমার মোটরসাইকেলের ওপর হামলা-ভাঙচুর ও আমাকে আঘাত করে।
তিনি আরও বলেন- এসময় অজ্ঞাত আরও ৩ থেকে ৪জন ছিল। এই হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
জিয়ানগর (ইন্দুরকানী) থানা ভারপ্রাপ্ত ও (ওসি-তদন্ত) মো. নাছির উদ্দিন জানান- এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেব।’
খবর বিজ্ঞপ্তি, পিরোজপুর