পিরোজপুরে রাতে সন্তান প্রসব করে সকালে এসএসসি পরীক্ষা দিল কিশোরী
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুর সদর উপজেলায় এক কিশোরী (১৬) বুধবার রাতে সন্তান প্রসব করে আজ বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষা দিয়েছে। বৃহস্পতিবার সকালে পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিয়েছে ওই কিশোরী প্রসূতি।
পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, এক বছর আগে নাজিরপুর উপজেলায় মেয়েটির বিয়ে হয়। বুধবার রাতে সে বাবার বাড়িতে একটি ছেলেসন্তান প্রসব করে। এরপর আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে সে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে সে আবার একই হাসপাতালে চিকিৎসা নিয়ে বাবার বাড়ি চলে গেছে।
ওই কিশোরীর মা বলেন, ‘বুধবার রাতে আমার মেয়ে একটি ছেলেসন্তান প্রসব করে। এরপর চিন্তায় ছিলাম, মেয়েটি পরীক্ষা দিতে পারবে কি না। আমার মেয়ে সাহস করে পরীক্ষা দিয়েছে। পরীক্ষাও ভালো হয়েছে বলে জানাল।’
ওই কিশোরী যে বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মেয়েটি বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়েছে সে। এর আগে বুধবার রাতে মেয়েটি সন্তান প্রসব করেছে।
পিরোজপুর, বিভাগের খবর