পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার রাতে উপজেলার চরনী পত্তাশী এলাকার ১৭ নং পত্তাশী বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার গোয়াবাড়িয়া এলাকার আলী আহম্মদের ছেলে মো. নজির শেখ (২৭) এবং কালকেবাড়ী এলাকার মো. করিম শেখের ছেলে মো. রানা শেখ (১৮)।
এই অভিযান পরিচালনা করেন বরিশাল র্যাবের ডিএডি মো. মামুনুর রশিদ খান।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে র্যাব ইমেল বার্তায় জানায়- র্যাবের টহল টিম দেখে দুইজন পালানো চেষ্টাকালে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরবর্তীতে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা মাদক বিক্রয়ের সাথে জড়িত এবং হেফাজতে মাদক রয়েছে।
ওই সময় র্যাব তল্লাশি দিয়ে আসামি মো. নজির শেখের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মো. রানা শেখের কাছে থাকা দুটি ব্যাগের ভেতর থেকে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় বরিশাল র্যাবের ডিএডি মো. মামুনুর রশিদ খান বাদী হয়ে ইন্দুরকানি থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।”
শিরোনামপিরোজপুর