পিরোজপুর শহরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. জাহিদুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়ালের স্ত্রী লায়লা ইরাদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল ১০টায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক পদে লোক নিয়োগের পরীক্ষা হওয়ার কথা ছিল। এ উপলক্ষে যথা সময়ে স্কুলের অফিস কক্ষে ১৩ জন প্রার্থী উপস্থিত হন। এসময় স্কুলে কর্মরত সহকারী শিক্ষক জাহিদুল ইসলামও ওই পদের জন্য একজন প্রার্থী হিসেবে সকাল পৌনে ১০টায় অফিস কক্ষে আসেন।
এসময় ৪ থেকে ৫ জন বহিরাগত যুবক অফিস কক্ষে ঢুকে জাহিদকে টেনে বের করে নিয়ে যায়। পরে তাকে মারধর করে নির্জন সড়কের ড্রেনের পাশে ফেলে রেখে যায়। পরে কমিটির সভাপতি লায়লা ইরাদ তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত শিক্ষক জাহিদ জানান, নিয়োগ পরীক্ষা দিতে আসার অপরাধে কেউ ক্ষিপ্ত হয়ে এ ধরনের প্রতিহিংসার পথ বেছে নিয়েছে। পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, শিক্ষক জাহিদুল ইসলামের নিরাপত্তার জন্য হাসপাতালে তিনজন পুলিশ দেয়া হয়েছে। আহত জাহিদুল ইসলাম জেলার জিয়ানগর উপজেলা দক্ষিণ ইন্দুরকানি মাইন উদ্দিন শেখের ছেলে। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ননী গোপাল রায় জানান, আহত শিক্ষককে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। আশা করি শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন।
টাইমস স্পেশাল, পিরোজপুর