পিরোজপুরের নাজিরপুরে উপজেলায় হাজী নিজাম হাওলাদার নামে এক জাতীয় পার্টির (এরশাদ) নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ পাওয়া গেছে। গোপালগঞ্জ সদর হাসপাতাল থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের বইবুনিয়া গ্রামে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। স্থানীয় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় এ হামলা হয় বলে ওই নেতা দাবি করেছেন।’’
আহত হাজী নিজাম হাওলাদার উপজেলার মালিখালী ইউনিয়নের মিঠারকুল গ্রামের মৃত মালেক হাওলাদারের ছেলে এবং ওই উপজেলার একটি ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে- আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠুর নেতৃত্বে আহত নিজাম হাওলাদার ওই ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করেন। একই সাথে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এক পর্যায়ে সাধারণ জনতার প্রতিরোধে মাদক ব্যবসায়ীরা এলাকা ত্যাগে বাধ্য হয়।’’
এ ঘটনার পর থেকে মাদক ব্যবসায়ীরা বাঁধা প্রদানকারীদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।
আহত নিজাম হাওলাদার বরিশালটাইমসকে জানান- বুধবার সকালে তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন শেখ এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজন মোল্লাকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে মাটিভাঙা যাচ্ছিলেন।
সকাল ৮টার দিকে মাটিভাঙা ইউনিয়নের বইবুনিয়া নামক স্থানে পৌঁছলে স্থানীয় সন্ত্রাসী টিপুর সহযোগী ঝনঝনিয়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে মুজাহিদ শেখ, আবু সাঈদ শেখ, রাজিব শেখ, মৃত বেলায়েত শেখের ছেলে হিটু শেখ এবং মিঠারকুল গ্রামের আবু বকর হাওলাদারের ছেলে নুরনবী তাঁদের মোটরসাইকেল গতিরোধ করেন। পরবর্তীতে তাঁরা হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাম পা ভেঙে দেয় এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন।
টিপু সুলতানের নির্দেশনা অনুযায়ী তাঁর সহযোগিরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ আহত নিজাম হাওলাদারের।’’
স্থানীয় ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু বরিশালটাইমসকে বলেন- নিজাম হাওলাদার নির্বাচনে আমার পক্ষে কাজ করেছেন। তাছাড়া এলাকা মাদকমুক্ত করার আন্দোলনে তাঁর অগ্রণী ভূমিকা ছিল। এ কারণেই মাদক ব্যবসায়ীদের গডফাদাররা তাঁদের ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে হত্যার উদ্দেশ্যে নিজামের ওপর হামলা করেছে।
এ বিষয়ে টিপু সুলতানসহ অন্যান্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।’’
তবে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বরিশালটাইমসকে জানিয়েছেন- খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তবে এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, পিরোজপুর