বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, ০৪ মে ২০১৬
বরিশাল: পিরোজপুরে এক ডাক্তারের বাসায় চুরির ঘটনায় থানায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি করা হয়েছে আরেক ডাক্তারকে। মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. সালেহা বেগম গত শনিবার পিরোজপুর সদর থানায় মামলাটি দায়ের করেন। মঙ্গলবার বিষয়টি জানা গেছে।’
জানা যায়, গত ২৯ এপিপ্রল খুলনা থাকাকালীন সময় দুপুরে মাতৃসদনের সরকারি বাসভবনে চুরি হয়। এসময় তার বাসা থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মালামালসহ আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল চুরি হয় বলে দাবি করেন ডা. সালেহা বেগম। এ ঘটনায় তিনি বাদী হয়ে পিরোজপুর সদর থানায় শনিবার মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্রের আরেক ডাক্তার এইচ পি সিকদারকে প্রধান আসামি করে মামলা করেন।’
মামলায় প্রধান আসামি হিসেবে নাম থাকার বিষয়ে ডা. এইচ পি সিকদার বলেন, আমাকে কী কারণে ডা. সালেহা আসামি করেছেন তা তিনিই ভাল বলতে পারবেন।
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বাদলের বলেন, ডা. সালেহা একজন ঝগরাটে প্রকৃতির লোক। তার নানা অনিয়মের বিষয়ে মঙ্গলবার আমরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।